নাম
মাড়েয়া হাট,এই এলাকার সবচেয়ে বড় হাট, এই হাটে অনেক দুর দুরান্ত থেকে গরু,ছাগল,হাস,মুরগি,ধান,চাউল,পাট,সরিষা,গম,ও শাকসবজি ইত্যাদি বিক্রি করতে আসেন এবং আমাদের পঞ্চগড় জেলায় মাড়েয়া হাটে সবচেয়ে বেশি বাদাম বেচাকিনা হয়,এই হাটটি সুনাম ধন্য হাট।
ঠিকানা
মাড়েয়া সদর ,মাড়েয়া-বোদা-পঞ্চগড়
পরিচালনাকারী কর্তৃপক্ষ
উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বাজার কমিটি ,বোদা-পঞ্চগড়।