গ্রাম আদালত
সহজে সুবিচার প্রাপ্তি নাগরিকের ন্যায়সঙ্গত অধিকার। বিশেষ করে স্বাধীন দেশের নাগরিকদের জন্য সহজে ও সুলভে ন্যায় বিচারের ব্যবস্থা করা রাষ্ট্রের অপরিহার্য দায়িত্ব। এই অপরিহার্যতা পূরণে ১৯৭৬সনে ভৌগলিকভাবে ইউনিয়নের অধিক্ষেত্র কেন্দ্রিক গ্রাম আদালত অর্ডিনেন্স পাশ করা হয়। গ্রাম আদালত হলো সর্বনিম্ন স্থরের আদালত। এই আদালতের সফল কার্যকারিতায় সত্যিই কিছু জটিলতা চোখে পড়ে। নামে গ্রাম আদালত হলেও এর অধিক্ষেত্র ইউনিয়ন। গ্রাম আদালত আইনে পদাধিকার বলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রাম আদালতের চেয়ারম্যান। এ অর্থে চেয়ারম্যান দৃশ্যমান থাকলে গ্রাম আদালতও দৃশ্যমান।
গ্রাম আদালতে না গিয়ে সদর আদালতে বিচার প্রার্থী হওয়ার উল্লেখযোগ্য কারণ হলো গ্রাম আদালতের ক্ষমতা সম্পর্কে জনসাধারণের স্বচ্ছ ধারণার অভাব।
বর্তমান সরকার এই গ্রাম আদালতকে গুরুত্ব দেয়ার ফলে আবারও জেগে উঠেছে গ্রাম্য আদালত।
(ক) “আমলযোগ্য অপরাধ” অর্থ ফৌজদারী কার্যবিধিতে সংজ্ঞায়িত Cognizable Offence;
(খ) “ইউনিয়ন” অর্থ The Local Government (Union Paishads) Ordinance, 1983 (Ordinance No. LI of
1983) এর section 2 এর clause (26) এ সংজ্ঞায়িত ইউনিয়ন;
(গ) “ইউনিয়ন পরিষদ” অর্থ The Local Government (Union Parishads) Ordinance, 1983 (Ordinance
No. LI of 1983) এর section 2 এর clause (27) এ সংজ্ঞায়িত ইউনিয়ন পরিষদ;
(ঘ) “এখতিয়ারসম্পন্ন্ন সহকারী জজ” অর্থ যে সহকারী জজের এখতিয়ারভুক্ত সীমানার মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়নটি অবস্থিত
সেই সহকারী জজ এবং যেক্ষেত্রে অনুরূপ এখতিয়ারসম্পন্ন একাধিক সহকারী জজ রহিয়াছেন সেইক্ষেত্রে অনুরূপ কনিষ্ঠতম
সহকারী জজ;
(ঙ) “গ্রাম আদালত” অর্থ ধারা ৫ এর অধীন গঠিত গ্রাম আদালত;
(চ) “চেয়ারম্যান” অর্থ গ্রাম আদালতের চেয়ারম্যান;
(ছ) “তফসিল” অর্থ এই আইনের তফসিল;
(জ) “দণ্ডবিধি” অর্থ Penal Code, 1860 (Act No. XLV of 1860);
(ঝ) “দেওয়ানী কার্যবিধি” অর্থ Code of Civil Procedure, 1908 (Act No. V of 1908);
(ঞ) “নির্ধারিত” অর্থ বিধি দ্বারা নির্ধারিত;
(ট) “পক্ষ” অর্থে এমন কোন ব্যক্তি অন্তর্ভুক্ত হইবে, যাহার উপস্থিতি কোন বিবাদের সঠিক মীমাংসার জন্য প্রয়োজনীয়
বলিয়া বিবেচিত হয়, এবং গ্রাম আদালত যাহাকে অনুরূপ বিবাদের একটি পক্ষ হিসাবে সংযুক্ত করে;
(ঠ) “ফৌজদারী কার্যবিধি” অর্থ Code of Criminal Proecedure, 1898 (Act No. V of 1898);
(ড) “বিধি” অর্থ এই আইনে অধীন প্রণীত বিধি;
(ঢ) “সিদ্ধান্ত” অর্থ গ্রাম আদালতের কোন সিদ্ধান্ত৷
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস